আধুনিক ভারত (modern india) থেকে আরো প্রশ্ন

Show Important Question


101) মন্টেগু-চেমসফোর্ড সংস্কার কত সালে হয়েছিল ?
A) 1909 সালে
B) 1911 সালে
C) 1919 সালে
D) 1935 সালে

102) দ্বিতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে চালু হয়েছিল ?
A) 1861 সালে
B) 1892 সালে
C) 1909 সালে
D) 1911 সালে

103) ভাইয়াচার ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল ?
A) বাংলাদেশে
B) বিহারে
C) পাঞ্জাবে
D) উত্তরপ্রদেশে

104) সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?
A) 1940
B) 1941
C) 1942
D) 1945

105) কে প্রথম ভারতীয় আই সি এস হয়েছিলেন ?
A) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ
B) সুভাষচন্দ্র বসু
C) সত্যেন্দ্রনাথ ঠাকুর
D) বিদ্যাসাগর

106) When was the “Parliament of Religions” organized at Chicago? / শিকাগোর 'ধর্ম মহাসভা' কবে আয়োজিত হয়েছিল ?
A) 1893/ 1893
B) 1896/ 1896
C) 1897/ 1897
D) 1885/ 1885

107) ‘গণবিদ্রোহের যুগ’ বলতে কোন সময়কে বোঝানো হয় ?
A) 1857 - 1855
B) 1865 - 1885
C) 1901 - 1905
D) 1920 - 1947

108) দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধিজীর সঙ্গী কে ছিলেন ?
A) জওহরলাল নেহেরু
B) সরোজিনী নাইডু
C) মদনমোহন বালব্য
D) সরোজিনী নাইডু ও মদনমোহন মালব্য

109) Queen Victoria became Empress of India by / কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন ?
A) Royal Titles Act, 1876/ রয়্যাল টাইটেলস অ্যাক্ট, ১৮৭৬
B) Act of 1858/ অ্যাক্ট অফ ১৮৫৮
C) Council Act, 1861/ কাউন্সিল অ্যাক্ট, ১৮৬১
D) Act of 1872/ অ্যাক্ট অফ ১৮৭২

110) ভারতের প্রথম প্রধান মন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য পদে ছিলেন
A) চরণ সিং
B) বিশ্বনাথ প্রতাপ সিং
C) চন্দ্রশেখর
D) মোরারজী দেশাই

111) Bengal Tenancy Act was passed in / বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় কোন্‌ সালে ?
A) 1885/ 1885
B) 1878/ 1878
C) 1928/ 1928
D) 1868/ 1868

112) Name one leader of the Home Rule movement / হোমরুল আন্দোলনের একজন নেতার নাম -
A) Annie Besant/ অ্যানি বেসান্ত
B) Surendranath Banerjee/ সুরেন্দ্র নাথ ব্যানার্জি
C) Aurobinda Ghosh/ অরবিন্দ ঘোষ
D) Bipin Chandra Pal/ বিপিন চন্দ্র পাল

113) The first indication of the revolutionary movement in India was seen in / ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল ?
A) Maharashtra/ মহারাষ্ট্র
B) Bengal/ বাংলা
C) Punjab/ পাঞ্জাব
D) Rajasthan/ রাজস্থান

114) The Aligarh Movement was started by / 'আলিগড় আন্দোলন' শুরু করেছিলেন—
A) Syed Ahmed khan/ সৈয়দ আমেদ খান
B) M.A. Jinnah/ এম.এ. জিন্নাহ
C) A. K. Azad/ এ.কে. আজাদ
D) Theodore Beck/ থিওডোর বেক

115) Which Indian Leader made a major contribution to the integration of the princely states within the Indian Union ? / ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল ?
A) Acharya Kripalani/ আচার্য কৃপালিনী
B) Govind Vallabh Pant/ গোবিন্দ বল্লভ পন্থ
C) Sardar Ballabbhai Patel/ সর্দার বল্লভভাই প্যাটেল
D) Hare Krishna Mahatab/ হরেকৃষ্ণ মেহতাব

116) Choose the correct name of the Union Home Minister who had introduced Indian Administrative Service in 1948 : / ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে আই.এ.এস চালু করেছিলেন —
A) Sardar Ballavbhai Patel/ সর্দার বল্লভভাই প্যাটেল
B) Gobinda Ballav Pant/ গোবিন্দবল্লভ পন্থ
C) S. B. Chavan/ এস.বি. চ্যবন
D) Krishna Menon/ কৃষ্ণ মেনন

117) The first jute mill was set up in India in – / ভারতে প্রথম চটকল স্থাপিত কোন সালে ?
A) 1920/ 1920
B) 1850/ 1850
C) 1800/ 1800
D) 1775/ 1775

118) Which Act allowed the Christian Missionaries to enter India ? / কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায় ?
A) Charter act of 1793/ 1793 -র চার্টার আইন
B) Charter act of 1813/ 1813 -র চার্টার আইন
C) Charter act of 1833/ 1833 -র চার্টার আইন
D) Pitt’s India act of 1784/ 1784 -র পীটের ভারত আইন

119) Who elaborated the Drain of Wealth theory propounded by Dada Bhai Naorogi ? / দাদাভাই নৌওরোজীর উদ্যোগে সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে ?
A) Mahadeb Govind Ranade/ মহাদেব গোবিন্দ রানাডে
B) Bal Gangadhar Tilak/ বালগঙ্গাধর তিলক
C) Gopal Krishna Gokhle/ গোপাল কৃষ্ণ গোখলে
D) Feroz Shah Mehta/ ফিরোজ শাহ মেহতা

120) A complete outcome of the wavell plan was the / ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল ?
A) holding of a reference as frontier province/ উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট নেওয়া
B) absorption of the State of Hydrabad the Indian Union/ হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ
C) summoning of Simla Conference/ সিমলা কনফারেন্স আহ্বান করা
D) The Constitution of the Content Assembly/ কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গড়া